ডোমার বিআরডিবির আওতাধীন উদকনিক প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ।
নীলফামারীর ডোমারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) আওতাধীন উদকনিক প্রকল্পের আওতায় দুই মাস ব্যাপি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগষ্ট) বিকেলে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীর হাত সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরী, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সহ সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, প্রচার সম্পাদক এসকে হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন উত্তরাঞ্চলের দরিদ্রদের নিশ্চিতকরণ কর্মসূচী (২য় পর্যায়) উদকনিক প্রকল্পের মাধ্যমে উপজেলার সোনারায়, হরিণচড়া এবং জোড়াবাড়ীসহ ৩টি ইউনিয়নের মোট ৪৮ জন প্রশিক্ষণার্থী ৪ টি ট্রেডের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণ ট্রেডের মধ্যে সেলাই, বাটিক বুটিক, এ্যাম্বুইডারী ও শতরঞ্জি সহ ৪ টি ট্রেডের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সেলাই প্রশিক্ষণের ট্রেইনার হিসেবে দ্বায়িত্বে ছিলেন লুৎফুন নেছা, বাটিক বুটিকে হাবিবুর রহমান, এ্যাম্বুইডারীতে মৌসুমী রায় এবং শতরঞ্জিতে পারভীন বেগম।