গত ২৪ ঘন্টায় ডোমারে ৯ জনের করোনা শনাক্ত
মোস্তাফিজুর রহমান (মুনসি) ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় করোনা শনাক্ত হয়েছেন ৯ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ টি এন্টিজেন নমুনায় ৭জন, দিনাজপুর পিসিআর ল্যাবে ১ জন এবং নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ১ জন করোনা আক্রান্ত হয়েছে । আক্রান্তরা হলেন-কেতকীবাড়ি ইউনিয়নের চান্দখানা শান্তি পাড়া এলাকার মৃত সাকোয়াতের পুত্র আতিয়ার রহমান সরকার (৭০), পৌরসভার ৩নং ওয়ার্ডের থানা পাড়া এলাকার অরূপ কুন্ডুর স্ত্রী ছবি রানী (২৪), পৌরসভার ৪ নং ওয়ার্ডের চাকধাপাড়া এলাকার জোতিষ রায়ের পুত্র মহাদেব রায়(৩০), পৌরসভার ফায়ার সার্ভিস এলাকার হাসিনা বেগম (৬০), বোড়াগাড়ি ইউনিয়নের মৃত অনিল চন্দ্রের পুত্র জোসেফ রায় (২৩), হরিণচড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি সামিউল হক বাবু (৩৬), হংসরাজের আবুল কাসেমের পুত্র ফরহাদ (৩১), হরিহারা মধ্যপাড়ার মোঃ ময়নুলের পুত্র হাছানুর ও ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি বসুনিয়া পাড়া এলাকার মৃত ইয়াছিন উদ্দিন বসুনিয়ার পুত্র আবু তালেব বসুনিয়া (৬৫) ।