ডোমারে শ্বাশুড়ীর সাথে অভিমান করে বৌমার আত্মহত্যা
ডোমার(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারী ডোমারে শ্বাশুড়রি সাথে অভিমান করে পুস্পবালা(৪৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুষ্পবালা পূর্ব বড়গাছা ধরপাড়া গ্রামের লেবু রাম রায়ের স্ত্রী ও শ্বাশুড়ী ঝকোবালার বৌমা। রবিবার রাতে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সোমবার ২৮ মার্চ সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠান।
ঘটনাটি ঘটেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব বড়গাছা ধরপাড়া গ্রামে। মৃতের স্বামী লেবু রাম রায় ও পুলিশ সুত্রে জানাযায়, ২৭মার্চ পুষ্পবালা ভোর বেলা রান্নার কাজ শুরু করে। তার শ্বাশুড়ী ঝকোবালা ভোর বেলায় রান্না করার কারন চানতে চাইলে, বৌ শ্বাশুড়ীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। লেবু রাম রায় মায়ের সাথে তর্ক-বির্তক না করার জন্য নিশেধ করলে তার উপর ক্ষিপ্ত হয় স্ত্রী পুষ্পবালা। পরে তার স্বামী কাজে গেলে সন্ধ্যায় বাড়ীতে ফিরে আসে। ঝগড়ার খবর পেয়ে বিকেলে মেয়ে রেনু বালা(২৫) তাদের বাড়ীতে আসে। সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষে মেয়েকে তার স্বামীর বাড়ীতে রাখতে যায় বাবা লেবু রাম । মেয়ের বাড়ী থেকে ফিরে দেখে নিজ বাড়ীর টিনের গেট ভিতর থেকে লাগানো। গেট খুলে দেওয়ার জন্য ডাকাডাকি করিলে তার ছেলে ধনঞ্জয়(২০) এসে গেট খুলে দেয়। ভিতরে প্রবেশ করে দেখে তার ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করিলে তার স্ত্রী দরজা না খুলায় চাটির ফাঁক দিয়ে টচলাইট জ্বালিয়ে দেখে লাইলনের রশিদ্বারা গলায় ফাঁস দিয়ে তার স্ত্রী সড়ের সাথে ঝুলে আছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম রাতে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক সুরতাহল রিপোর্ট করা হয়েছে। প্রকৃত ঘটনার বিষয় জানতে লাশ ময়না তদন্তের জন্য সোমবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। পিএম রিপোর্ট আসার পর পিএম রিপোর্টের ফলকে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।