ডোমারে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি–জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সরকার পতনের অপতৎপরতার বিরুদ্ধে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ই মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ডোমার বাজারস্থ বাটার মোড় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, গনেশ কুমার আগরওয়ালা, পৌর যুবলীগের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন রকি, যুগ্ম-আহ্বায়ক মো. রিফাত হাসান সৌরভ প্রমূখ।