নীলফামারীর ডোমারে বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী-০১ (ডোমার -ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ রশিদুলের সঞ্চালনায় উক্ত বিদ্যালয়ের সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী ফরহাদ হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়, ডোমার থানার এসআই শাহ আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি ময়নুল ইসলাম, আ’লীগ নেতা আবুল কাশেম, সমাজ সেবক নাসির উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
#
রাশেদুল ইসলাম আপেল, নীলফামারী সংবাদদাতা।