শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

ডোমারে দীর্ঘদিন পর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৭২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমারে দীর্ঘ প্রায় ১ যুগের বেশি সময় অতিক্রমের পর নতুন করে প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২রা আগষ্ট) সকাল ১১টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই শোকের মাস উপলক্ষে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। ডোমার প্রেসক্লাবের আয়োজনে উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার প্রায় ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে বক্তব্যে রাখেন, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি রাহহান সবুক্তগীন অনিকেত, দৈনিক যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীম, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি রবিউল হক রতন প্রমুখ।
প্রথমার্ধের আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়নকে আহবায়ক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি’কে সিনিয়র যুগ্ন আহবায়ক, দৈনিক প্রতিদিনের বার্তা ডোমার প্রতিনিধি এমদাদুল হক মাসুম ও দৈনিক আমাদের প্রতিদিনের প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজুকে যুগ্ন আহবায়ক, দৈনিক জনতার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজাকে সদস্য সচিব করে নতুন ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শাহিনুল ইসলাম বাবু, আসাদুজ্জামান হিল্লোল, আনিছুর রহমান মানিক, রবিউল হক রতন, রুবেল ইসলাম, রাশেদুল ইসলাম আপেল।আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।
এবিষয়ে ডোমার প্রেসক্লাবের নতুন কমিটির আহবায়ক আসাদুজ্জামান চয়ন বলেন, দীর্ঘ ১ যুগের ও বেশি সময় প্রায় অচল থাকা প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রেসক্লাবকে গতিশীল ও সাংবাদিকতার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সর্ব সম্মতিক্রমে  আমাকে আহবায়ক বানিয়েছে। তাই আমি উপজেলার সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি সকলের সহযোগিতা নিয়ে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবো।
তিনি আরও বলেন, প্রেসক্লাব কারও পৈতৃিক সম্পত্তি নয়, এটা  সাংবাদিকদের সংগঠন, উপজেলার সকল সাংবাদিকরা একসঙ্গে প্রেসক্লাবে একত্রিত হয়ে কাজ করবে এটাই স্বাভাবিক। পূর্বের সভাপতির চরম স্বেচ্ছাচারিতা ও অপকর্মের কারণে তিনি উপজেলা যেতে পারছেন না। সভাপতি তার ছেলেকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়ে প্রেসক্লাব সহ সরকারের উন্নয়ন এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি প্রেসক্লাবকে একটি স্বৈরাচারী এক নায়কতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে বিভিন্ন সময় নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছেন। কিন্তু আজ থেকে সেই কমিটি বাতিল ঘোষণা করা হলো। শেষে তিনি করোনা পরিস্থিতিতে সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..