মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

ডোমারে ক্ষত্রিয় সমিতির অভিযোগ, পূজায় বিশৃঙ্খলা হওয়ার আশংকায় মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৩১ বার পঠিত
ডোমারে ক্ষত্রিয় সমিতির অভিযোগ, পূজায় বিশৃঙ্খলা হওয়ার আশংকায় মানববন্ধন
নীলফামারীর ডোমারে শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব আয়োজনের পথিমধ্যে ক্ষত্রিয় সমিতির অভিযোগ, বিশৃঙ্খলা হওয়ার আশংকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজপাড়া সাবর্বজনীন দূর্গা মন্ডবের দূর্গা মায়ের ভক্তবৃন্দ।
বৃহস্পতিবার (৭অক্টোবর) সকাল ১১টায় ডোমার রেলগেট মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। কলেজপাড়া সাবর্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার অধিকারী খোকনের সভাপতিত্বে সহ-সভাপতি করুনা কান্ত রায়, দপ্তর সম্পাদক কৃষ্ণ কুমার রায়, ধর্মীয় সম্পাদক রমানাথ রায়, সদস্য সৌমিত অধিকারী প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ তাদের বক্তবে জানান, দীর্ঘদীন যাবত তারা ওই মন্ডপে পূজা উৎযাপন করে আসছে। ইতোমধ্যে তারা কলেজপাড়া সাবর্বজনীন দূর্গাপূজা মন্ডবের নামে আমন্ত্রন পত্র বিলিও করেছে। হটাৎ জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু গোরাচাদ অধিকারী তাদের আমন্ত্রনপত্র বাতিল করে ক্ষত্রিয় সমিতির নামে পূজা পরিচালনা করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্যেজনা শুরু হয়। সভাপতি বিপ্লব কুমার অধিকারী খোকন জানান, যেহেতু সরকারের পক্ষ থেকে মন্দিরের জমিটি কলেজপাড়া সাবর্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির নামে বরাদ্দ দেয়া হয়েছে, তাই আমরা অন্য কারো নাম না দিয়ে কলেজপাড়া সাবর্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির নামে পূজা পরিচালনা করবো। এতে করে কোন প্রকার বাধা সৃষ্টি হলে আমরা সকলে পুজা বর্জন করবো। পাশাপাশী এর প্রতিবাদে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী প্রতিবেূককে বলেন, দীর্ঘ ৪৪ বছর যাবত ক্ষত্রিয় সমিতি দূর্গাপুজা মন্ডপ কলেজপাড়া নামে আমরা পূজা উৎযাপন করে আসছি। তাপস ও খোকন সাধারণ ধর্মপ্রান মানুষকে অযথা বিভ্রান্ত করছে। আমার জমি জমা নিয়ে তারা দ্বন্দ সৃষ্টি করে আমাকে সামাজিক ভাবে হেও করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার কাছে ধর্মমন্ত্রনালয়ের কাগজপত্র আছে, চাইলে যে কেও দেখতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..