ডোমারের নবাগত ওসি সাইফুল ইসলামের সাথে “হৃদয়ে ডোমার” সংগঠনের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে ডোমারের জনপ্রিয় সামাজিক সংগঠন “হৃদয়ে ডোমার”।
২২সে সেপ্টেম্বর বুধবার সন্ধায় ডোমার থানায় “হৃদয়ে ডোমার” এর সভাপতি সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল ও সাধারণ সম্পাদক রাকিব আল আকাশ এর নেতৃত্বে সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন “হৃদয়ে ডোমার” এর সহ-সভাপতি শাহিনুর রহমান সজীব, সহ-সাধারণ সম্পাদক আনজারুল ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়ন সভাপতি সাজু ইসলাম,”হৃদয়ে ডোমার” এর প্রচার সম্পাদক সুজন রায়, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জীবন ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নাজমুল হক “হৃদয়ে ডোমার” এর অন্যতম সদস্য রাফসানুল হক সজীব ও সোঃসাকিব ইসলাম প্রমূখ।
নবাগত ওসি সাইফুল রহমান সামাজিক সংগঠন “হৃদয়ে ডোমার” এর বিগত দিনের সকল সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন একমাত্র যুব সমাজই পারে দেশকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে, ডোমারকে মাদক,জুয়া এবং বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে তিনি “হৃদয়ে ডোমার” এর সহযোগিতা চান।
পরিশেষে নবাগত ওসি সাইফুল রহমান কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এলাকার বিভিন্ন অন্যায় অনাচার রোধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন “হৃদয়ে ডোমার” এর সকল নেত্রীবৃন্দ।