ডোমারে সড়ক দুঘর্টনায় যুবক নিহত।
নীলফামারী ডোমারে মোটরসাইকেল ও বিদ্যুৎ এর খুটির সাথে মুখোমুখি সংঘর্ষে রাকিব ইসলাম (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নীলফামারী ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ীর ইউপির ৭ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া ওখড়াবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। তাদের দেবীগন্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয় । নিহত রাকিব ইসলাম(১৭) জোড়াবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খয়রুদ্দিনের ছেলে । আহতরা হলেন, উক্ত ইউনিয়নের একই পাড়ার রানা ইসলামের ছেলে রিপন ইসলাম (১৫),খোকার ছেলে পলাশ রায় (১৭)।
আজ শনিবার সকালে ডোমার থানার (ভারপ্রাপ্ত) ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালক নিজেই বাড়িতে আসার সময় বিদ্যুৎ এর খুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে একজন নিহত অপর দুইজন গুরুত্বর আহত হয়।