রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে নাগরিক সমাজকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সচেতনতার আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পঠিত

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে নাগরিক সমাজকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সচেতনতার আহ্বান

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বর্তমানে দেশজুড়ে অনেকেই মহামারি ব্যধিতে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগে। এ রোগ এতটাই ভয়াবহ আকার ধারন করেছে যে, এই রোগে আক্রান্ত হয়ে মানুষ অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ রোগ হতে পরিত্রান পেতে হলে আমাদের সকলে সচেতন হতে হবে। তাহলেই এই মরন ব্যধি রোগের প্রতিরোধ করা সম্ভব।

চিকিৎসা বিজ্ঞানের মতে এ রোগের বিস্তার ঘটে মূলত এডিস মশার মাধ্যমে। যা আমাদের আশেপাশে জমে থাকা পানি বা ময়লা আবর্জনা থেকেই এডিস মশার জন্ম হয়ে থাকে । আমাদের সবারই উচিত সামাজিক সচেতনতাবোধ জাগ্রত করা। এ মূল্যবোধের মধ্য দিয়ে নিজ নিজ বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রতিবেশীকেও এ ব্যাপারে সচেতন করা।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক কমিটি’র পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে শফিকুল ইসলাম আরজু, এস,এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ, কাজী আনিসুল হক হীরা সকলের প্রতি মানবিক আহ্বান জানান, আসুন আমরা সবাই সচেতন হই। মরন ব্যধি ডেঙ্গু ও চিকনগুনিয়ার অকাল মৃত্যুর হাত থেকে মুক্ত থাকতে বাড়ির পাশে জমে থাকা পানি এবং ময়লা আবর্জনা মুক্ত পরিবেশ গড়ে তুলি এবং রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সেবা নিতে নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে দ্রুত যোগাযোগে সহায়তা করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..