শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

ডিস ব্যবসা নিয়ে সংঘর্ষে, ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী সহ  আহত-১০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৩৫ বার পঠিত
ডিস ব্যবসা নিয়ে সংঘর্ষে, ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী সহ  আহত-১০
নীলফামারী সংবাদদাতাঃ
নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ডিস ব্যবসায়ী শিমূল দীর্ঘ দিন ধরে হালীর বাজারে ডিস ব্যবসা করে আসতেছে। কিছু দিন ধরে  একই ব্যবসায়ী  একই এলাকার  মোঃ লিটন ইসলাম  ডিস ব্যবসা দেওয়ায় শিমূলের ব্যবসায়ে ধস নামে।
বিভিন্ন ভাবে হয়রানি করেন শিমূল  নতুন ডিস ব্যবসায়ী লিটনকে এ ঘটনাকে  কেন্দ্র করে গত  ৮ই মার্চ উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে শিমূলের লোকজন অতর্কিত ভাবে  লাটি সোটা রড ইত্যাদি দ্বারা লিটনের উপর হামলা করে।
হামলা চলাকালীন সময়ে পথচারী জিতেন এর ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জাদোবী রানী রায় (২২) গুরুতর আহত হয়। আহত কারীকে এলাকার লোকজন উদ্ধার করে  নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে অভিযোগ উঠছে।
শিমূল তরিঘরী করে নীজের দোষ  ডাকতে নীলফামারী সদর থানায় অভিযোগ দায়ের করেন। হালীর বাজার এখন থমথমে অবস্থা বিরাজ করছে জনমনে আতঙ্ক।
#
রাশেদুল ইসলাম আপেল, নীলফামারী সংবাদদাতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..