ডিসির নির্দেশে অবৈধ হাউসিং কোম্পানির বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর অভিযান:
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন অবৈধ হাউসিং কোম্পানিগুলো সরকারি অনুমোদন না নিয়ে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে আসছে এবং করছে এবং জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে ব্যবসা পরিচালনা করছে, এরকম অসংখ্য অভিযোগ আসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কঠোর নির্দেশনা দেন তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে । নির্দেশনা মোতাবেক আজ পাঁচটি হাউসিং কোম্পানিতে অভিযান পরিচালনা করা হয় এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
রূপগঞ্জ উপজেলায় যে সকল হাউসিং কোম্পানিগুলো অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে, তাদের কোনোভাবেই অবৈধ কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না।
হাউসিং কোম্পানি পরিচালনা করতে হলে অবশ্যই সরকারি বৈধ অনুমোদন প্রয়োজন।
রুপগঞ্জ উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছ জেলা প্রশাসনের নির্দেশে জনস্বার্থে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই অবৈধ হাউজিং ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না।
অভিযানটি পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি), পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ-আল-সোহান ও রূপগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।