শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

ডিসির তদারকির মাধ্যমে ব্যস্ততম সিরাজউদ্দোল্লা সড়ক ও ড্রেন সংস্কার এর কাজ খুব দ্রুত গতিতে করার আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫ বার পঠিত

ডিসির তদারকির মাধ্যমে ব্যস্ততম সিরাজউদ্দোল্লা সড়ক ও ড্রেন সংস্কার এর কাজ খুব দ্রুত গতিতে করার আহ্বান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সিরাজউদ্দোল্লা সড়কে গভীর ড্রেনের কাজের জন্য সড়কে খোঁড়াখুড়ির কাজ চলছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়কটিতে। পথচারীদেরও যাতায়াতে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে সড়কটি।এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুব দ্রুত কাজ শেষ করার জন্য নারায়ণগঞ্জ বাসি জোরালো দাবি জানিয়েছেন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার তদারকি করার জন্য আহ্বান করেছেন। যাতে কাজটা খুব দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করে। জনগণের ভোগান্তি থেকে রক্ষা করে। এবং খুব দ্রুত রাস্তাটি চলাচলের ব্যবস্থা করে দেন। কারণ নারায়ণগঞ্জ প্রবাসী এই রাস্তাটি নিয়ে অসহ্য যন্ত্রণায় আছে। এর থেকে মুক্তি চায়। কারণ রাস্তাটি অধিক ব্যস্ততম সড়ক। প্রয়োজনে জনবল বৃদ্ধি সহ দিনে রাত্রে কাজ করে হলেও খুব দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার আহবান করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সরেজমিনে সড়কটিতে সংস্কার কাজের জন্য ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, বিকল্প কোনো ব্যবস্থা না রেখে সড়কটির সংস্কার কাজ করাতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশের অন্য সড়ক ব্যবহার করে চলাচল করার সুযোগ থাকলেও সেজন্য অনেকটা পথ ঘুরে যেতে হয় বলে দাবি তাদের।

শহরের টানবাজারের বাসিন্দা আকবর হোসেন। জরুরি কাজে খানপুর এলাকায় গিয়েছিলেন। সিরাজউদ্দোল্লা সড়ক দিয়ে ফিরলে তার হাঁটা পথ কম পড়ে জানিয়ে বলেন, “এ রাস্তা দিয়ে আসাটাই সবচেয়ে সহজ। খননের কাজের জন্য যানবাহন না থাকলেও গর্তের দুই পাশ দিয়ে হাঁটার কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে একটু ঝুঁকি নিয়ে মাত্র পার হলাম। পা ফসকে গেলেই গর্তে পড়ে যাবো।”

একটি দেয়ালের কোনা দিয়ে খুবই সতর্কতার সাথে সড়কটি পার হচ্ছিলেন শিউলি আক্তার নামে এক নারী। তিনি বলেন, এই ধরনের কাজ রাতের সময়ে করা উচিত, যখন মানুষজনের চলাফেরা কম থাকে।

“শহরের অন্যতম ব্যস্ত একটি রাস্তা এটি। কিন্তু হাঁটার কোনো ব্যবস্থা না করেই সংস্কার কাজ করলে তো মানুষের ভোগান্তি ও ঝুঁকি দু’টোই বেড়ে যায়। সংস্কার কাজের প্রয়োজন আছে কিন্তু তাই বলে হাঁটার সুযোগ রাখবে না?”, প্রশ্ন রাখেন এ নারী।

এই সংস্কার কাজকে ‘উন্নয়নের নামে ভোগান্তি’ বলেও মন্তব্য করেন গফুর মিয়া নামে আরেক পথচারী।

কথা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গভীর ড্রেন নির্মাণের কাজ করছে। এজন্য সড়ক খুঁড়ে কাজ করতে হচ্ছে। মানুষের ভোগান্তি হলেও বাধ্য হয়ে তাদের কাজটি করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..