নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় গরীব দুঃখী অসহায়-দরিদ্র ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, আধা কেজি সোয়াবিন তেল ও আধা কেজি আয়োডিন যুক্ত লবণ।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৮-জুলাই) সকাল সারে ১১টার দিকে উপজেলার খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকার অসহায়-দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) মানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার ও ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।
স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, বৈশ্বিক মহামারী নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাণঘাতী চলমান করোনা মোকাবিলায় নিরলস কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবসময় দেশের জনগণের পাশে আছেন, থাকবেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..