ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় নামের একটি বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৮শে নভেম্বর) রাতে উপজেলার হাইস্কুল পাড়া গ্রামের ওই স্কুলটিতে এ চুরির ঘটনা ঘটে। আজ স্কুলটির প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র রায় এ তথ্য জানান।
স্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র রায় জানান, রবিবার রাতে স্কুলের শ্রেণি কক্ষের জানালার গ্রিল কেটে ও অফিস কক্ষের তালা ভেঙে প্রায় ৩ লক্ষ নগদ টাকা চুরি হয়ে যায়।
পুলিশ খবর পেয়ে স্কুলটি পরিদর্শন করেছে। চুরির ঘটনায় আজ সকালে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের চুরি হওয়া টাকা ও মালামাল উদ্ধারের জন্য মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।
প্রধান শিক্ষক বলেন, রোববার সকালে স্কুলের দপ্তরী জামিয়ার রহমান এসে অফিস কক্ষের তালা ভাঙা দেখে আমাকে খবর দিলে আমি স্কুলে এসে তালা ভাঙ্গা দেখে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিমলা থানার উপ পরিদর্শক জয়ন্ত কুমার বলেন, আমরা খবর পেয়ে স্কুলে পরিদর্শনে গিয়েছিলাম। স্কুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।