ডিমলায় ২ কেজি গাঁজাসহ আটক-১
নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:-
নীলফামারীর ডিমলায় ২ কেজি গাঁজাসহ ১ জন আটক হয়েছে।
থানা সুত্রে জানা যায়, নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নের পানবেছাটারী ৯নং ওয়ার্ডের মৃত মকছেদ আলীর পুত্র সাহিদুল ইসলাম (৪৮) কে গতকাল পহেলা ফেব্রুয়ারী বিকেলে নিজ বাড়ী থেকে ২ কেজি গাঁজাসহ আটক করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় সাহিদুল ইসলাম কিছুদনি আগে ভ্যান চালাত সে এখন হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছের মত কোটি টাকার মালিক।
পুলিশ আটক করার পর এলাকাবাসী জানতে পারে সে মাদক ব্যবসায়ী ও জাল টাকার ব্যবসা করে।
নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২, তারিখ-০১/০২/২০২২ ।
এ বিষয়ে ডিমলা থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীকে ২ ফেব্রুয়ারী দুপুরে নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।