ডিমলায় সাবেক ইউপি সদস্যর ভোট অন্য উপজেলায় হস্তান্তর
নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউপির এক সাবেক সাধারণ সদস্যের ভোট স্থানান্তরের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নাউতারা ইউনিয়নের আকাশকুড়ী গ্রাম ২নং ওয়ার্ডের মোঃ তছির উদ্দিনের ছেলে মোঃ তহিদুল ইসলাম। যাহার জাতীয় পরিচয়পত্র নম্বর -৭৩১১২৬৬২৭২৯১৭ জন্ম তাং-২৭/১০/১৯৭১ইং ভোটার নম্বর -৭৩০০৬৩২৭২৯১৭ ভোটার তালিকার ক্রমিক নম্বর -০৬২৩ নাউতারা ইউপি।
মোঃ তহিদুল ইসলাম ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ডের একজন সাবেক ইউপি সদস্য ছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে অংশ গ্রহন করার জন্য ঐ গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় তার নির্বাচনী প্রচার প্রচারণার মত বিনিময় চালিয়ে যাচ্ছিলো কিন্তু বেশ কিছু লোকজন প্রার্থীর সমর্থকদের কানভরা ভাবে বলেন আপনারা যে প্রার্থীর আলোচনা করেন সে প্রার্থীর নিজের এলাকায় নিজেরই ভোট নেই।
এ বিষয়ে তহিদুল ইসলাম বলেন, আমি ডিমলা উপজেলার আসন্ন ইউপি নির্বাচন ২০২১ ইং ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত নাউতারা ইউপি’র আকাশকুড়ী গ্রাম ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী। আমাকে আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ করিতে দিবেনা মর্মে কে বা কাহারা আমার স্বাক্ষর জাল করে আমার ভোটটি ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ গোমনাতী ৫নং ওয়ার্ড এলাকায় স্থানান্তর করেন।
তিনি আরও বলেন, আমাকে আমার ভোটার তালিকার ক্রমিক নম্বর অনুযায়ী আমার স্থায়ী ঠিকানায় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে ডিমলা উপজেলা নির্বাচন অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমার ভোটটি অন্য উপজেলায় স্থানান্তরকারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানাচ্ছি।
সমর্থকরা বিষয়টি প্রার্থীর কাছে জানালে সে তৎক্ষনাৎ ডিমলা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ঐ এলাকার ভোটার তালিকা তুলে দেখেন আসলেই তার ভোট অন্য এলাকায় স্থানান্তর করা হয়েছে।