বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১৩০ বার পঠিত
ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের  কালীগঞ্জ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে শুক্রবার (২২শে অক্টোবর) বিকাল ৫ ঘটিকার সময়  উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায়  সম্প্রতিকালে আকস্মিক তিস্তা নদীর ভয়াবহ বন্যায় নদী ভাঙ্গন ও পানিবন্দি ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী গুলো হলো: প্রতি প্যাকেটে চাল ১০ কেজি, ডাল, লবন, চিনি, সয়াবিন তেল, মরিচের গুড়া, হলুদ, ধনিয়া গুড়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ মাহবুব হাসান এর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের আহবায়ক  আবু সায়েম সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা  ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এবং নীলফামারী-১ সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার (এমপি) সময় স্বল্পতা ও অসুস্থ্যতার কারনে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম,  পশ্চিম ছাতনাই ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার, পূর্ব ছাতনাই ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ খাঁন, বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম ভুইয়া, টেপাখড়িবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. ময়নূল হক, পশ্চিম ছাতনাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম (মাস্টার), সাধারন সম্পাদক মো. নাছিরুল ইসলাম (নাছু) সহ ডিমলা উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবার উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পূর্ণবাসন ও স্থায়ী ভাবে বাঁধ নির্মানের প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকার জন্য ৪৯মেট্রিক টন চাল ও ১০লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়াও  প্যাকেটজাত শুকনো খাবার, শিশু ও পশু খাদ্যও দেওয়া হবে। পঃছাতনাই ইউনিয়নে ৩০০টি পরিবার ও পূর্ব ছাতনাই ইউনিয়নে ২০০টি পরিবারের মাঝে বিতরণ করেন।মপর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত বাকি ইউনিয়ন গুলোতেও ত্রাণ  সামগ্রী বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..