মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

ডিমলায় পুকুর খনন হচ্ছে সরকারি টাকায়, বালু ও পাথর বিক্রির টাকা যাচ্ছে সিন্ডিকেটের গোলায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৪৯ বার পঠিত
ডিমলায় পুকুর খনন হচ্ছে সরকারি টাকায়, বালু ও পাথর বিক্রির টাকা যাচ্ছে সিন্ডিকেটের গোলায়
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
পুকুর খনন হচ্ছে সরকারি টাকায়। উত্তোলন হওয়া বালু ও পাথর যাচ্ছে সিন্ডিকেটের গোলায়। বালু মজুদ হচ্ছে ব্যাক্তিগত যায়গায়, ফসলি জমি, স্কুলের মাঠ, সরকারি রাস্তাসহ বিভিন্ন জায়গায় এবং পাথর উত্তোলন করে নষ্ঠ করছে সরকারী খনিজ সম্পদ । আর এই থেকে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নীলফামারীর ডিমলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া গ্রামের প্রভাবশালী বালু/পাথর ব্যবসায়ী সিন্ডিকেট।
জানা যায়, উপজেলা ডালিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে পুকুর খনন কাজ শুরু হয়েছে প্রায় ৬ মাস আগে। তার আগেই বালু ও পাথর ব্যবসার সব বন্দোবস্ত পাকাপাকি হয়। বালু ও পাথর ব্যবসার দলে রয়েছে এমন একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্থানীয় কয়েকজন এজেন্ট বালু ও পাথর বিক্রির সব ঠিকঠাক করেছেন। বালুর ও পাথরের দাম গ্রহণ করেন এজেন্ট নিজেই।
ফাও’ বালুর রমরমা ব্যবসার ১৫-২০ জনের দলে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় প্রভাবশালীরা। প্রশাসনের কর্মকর্তারা বলছে এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ নেই। আর পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা বলছে বালু বিক্রি বিষয়ে তারা কিছুই জানে না ।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গা-ঢাকা দেন সবাই। ওই জায়গায় এবার পুকুর খননে প্রয় ৩০/৩৫ কোটি ঘনফুট বালু উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতি ফুট বালুর মূল্য ধরা হয়েছে ৮/৯ টাকা। সেই হিসেবে বিনা পুঁজির এই ব্যবসায় কোটি টাকা পকেটে ঢুকবে সিন্ডিকেট সদস্যদের।
এদিকে এই বালু মজুদ করা হচ্ছে ব্যাক্তিগত যায়গায়, ফসলি জমি, স্কুলের মাঠ, সরকারি রাস্তাসহ বিভিন্ন জায়গায়। বালুর বিশাল স্তুপ আর বালু বোঝাই ট্রলির চলাচলের কারণে উপজেলার ডালিয়া, ছোটখাতা ও বাইশ পুকুর পারবর্তী কাচাঁ রাস্তা, পাকা সড়ক হুমকির মুখে।
স্থানীয়রা জানায়, সরকারি বালু নিলামবিহীন ও অবৈধভাবে বিক্রি করায় আমরা হতাশ। এতে সরকারের রাজস্ব হারাচ্ছে। ফসলি জমি, খেলার মাঠ ধ্বংশ হচ্ছে। আমরা এই বালু সিন্ডিকেটের শাস্তি কামনা করছি। স্থানীয় কিছু প্রভাবশালী ও রাজনৈতিক দলের কিছু নেতার সহযোগিতায় এই সরকারি বালু অবৈধভাবে বিক্রি করছে। তারা ফসলি জমি, খেলার মাঠ, সরকারি রাস্তা কোনটা বাদ রাখছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..