ডিমলার বাইশ পুকুর বাইপাস রাস্তা উচু করণ কাজের শুভ উদ্বোধন
নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী):-
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি দুই দুই বারের সফল চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার।
বুধবার (০৮- ডিসেম্বর,২১ইং) সকাল ০৯ ঘটিকায় নীলফামারীতে ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের বাইশ পুকুর গ্রামের বাইপাস রাস্তা (টমছের আলীর বাড়ি থেকে সিলটাপ পর্যন্ত) ২ফিট উঁচু করণ এর শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মাঝি দুই দুই বারের সফল চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের কৃষক লীগের সহ সভাপতি আব্দুস সাত্তার সরকার, ০৪নং ওয়ার্ড (বাইশ পুকুর) আওয়ামী লীগের সভাপতি মোঃ আ: মজিদ, ট্রাক ড্রাইভার জামিনুর রহমান প্রমুখ।
স্থানীয় নাগরিক মোঃ আহিদুল ইসলাম বলেন, এই রাস্তাটি উচু করণ এর কাজ শুরু হওয়ায় চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এর আগে বন্যায় অনেক কষ্ট করতে হয়েছে আমাদের এখন আর হবে না। আমরা বিগত বছর গুলো নির্বাচনে চেয়ারম্যান মহোদয়কে বাইশ পুকুর থেকে সর্বোচ্চ করেছি ইনশাআল্লাহ এবার ও করবো।
ইউনিয়ন কৃষকলীগের সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার সরকার বলেন, আতাউর রহমান সরকার বার বার দরকার, আতাউর রহমান সরকার উন্নয়নের স্থানীয় সরকার। তাই বার বার দরকার আতাউর রহমান সরকার।
এ সময় চেয়ারম্যান আতাউর রহমান সরকার বলেন, তিস্তার বন্যা আসলে এই বাইপাস রাস্তা ডিঙ্গিয়ে তিস্তার পানি প্রবেশ করে পশ্চিম বাইশ পুকুর উত্তর পাড়ায় এর ফলে প্রায় ৩০০ পরিবার পানি বন্ধ থাকে। এই ভোগান্তি দুর করতে বন্যার আগেই নেওয়া হচ্ছে ব্যবস্থা এবং ২ ফিট করে উচু করা হচ্ছে এই রাস্তাটি।
তিনি আরো বলেন ইনশাআল্লাহ আমি আবার নির্বাচিত হলে আমার অসমাপ্ত উন্নয়ন গুলো সমাপ্ত করবো।আমার শাসন আমলে চেষ্টা করেছি রাস্তা ঘাট,পুল কালভাট,ছাত্রীদের জন্য ওয়াস রুম, খেলা ধূলা, স্কুল, মসজিদ, মাদ্রাসা,স্বাস্থ্য সুরক্ষায় উপ সহকারী কমিউনিটি ক্লিনিক আধুনিকরণ,স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা ২৪টি ঘন্টা চালু রেখেছি। আশা করি পূণরায় আপনারা আপনাদের ভোট দিয়ে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ করে দিবেন।