বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

ডিমলায় সাম্প্রদায়িক ভারসাম্য রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১৬৯ বার পঠিত
ডিমলায় সাম্প্রদায়িক ভারসাম্য রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য  পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২শে অক্টোবর) সন্ধ্যা সাত ঘটিকার সময় গয়াবাড়ি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ (গয়াবাড়ি ইউনিয়ন শাখার কার্যালয়ে) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গয়াবাড়ি ইউনিয়ন শাখা বাঃআওয়ামী লীগ সভাপতি মোঃ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরও  বক্তব্য রাখেন, গয়াবাড়ি ইউনিয়ন বিট কর্মকর্তা (সহকারী পরিদর্শক)  আখতারুজ্জামান, গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বনিক সমবায় সমিতির সভাপতি (অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার) আব্দুল বাতেন, বাবু পরেশ চন্দ্র পাল, শ্রী কানাই লাল কর্মকার, শ্রী আশুতোষ কর্মকার, শ্রী মহানন্দ পাল (ভাইস প্রিন্সিপাল ইসলামিয়া কলেজ ডিমলা), শ্রী প্রবীর কুমার নন্দ প্রমুখ।
এ সময় আলেম উলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সম্প্রীতি রক্ষায় বিভিন্ন দিক মুলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম্প্রীতির মডেল উপজেলার নাম ডিমলা উপজেলা এখানে হিন্দু-মুসলিমের মধ্যে কোন ভেদাভেদ নেই। এখানে যারা অশান্তি সৃষ্টি করবে তারা কোন ভাবেই রেহাই পাবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..