ডিমলায় বাইক কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা
নুরুজ্জামান সরকার,স্টাফ রিপোর্টার:
নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন এর শুটিবাড়ি বাজার এলাকার এক যুবক বাইক কিনে না দেওয়ার কারনে আত্মহত্যা করেছে।
জানা যায় ওই যুবকের নাম হলো, মোর্শেদ মারুফ (১৬)। তার বাবার নাম শাহ আলম। তার বাবা শুটিবাড়ী বাজারের একজন কাপড় ব্যবসায়ী (ময়না ক্লোথ)।সে তার বাবার কাছে বাইক কিনে চেয়েছিলো কিন্তু বাবা বাইক কিনে না দেওয়ায় অভিমান করে গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১ঘটিকার সময় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছেলেটি বাইক খুব স্পিডে চালায় এজন্য বাসা থেকে তাকে বাইক কিনে দেয়নি।
থানা সূত্রে জানা যায়, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার পর লাশ দাফনের অনুমতি দেন।