ডিমলায় গণগবেষক সমিতির সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
নুরুজ্জামান, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে GGS GGS সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১- অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপজেলার বালাপাড়া ও খালিশা চাপানী ইউনিয়ন সংগঠন (সমিতি) এর ২০জন সদস্য অংশ নেন।
উক্ত কর্মশালায় আলোচনার বিষয়বস্তু ছিলো
১.কিভাবে বিনিয়োগ করলে লাভজনক হবে।
২. কর্মসংস্থান সৃষ্টির কৌশল।
৩.কিভাবে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া যায়।
৪.সংগঠনের সদস্য ঝড়ে পড়া রোধে করণীয়।
৫. একাধিক সংগঠনের সাথে সংযুক্ত থাকা যাবে কিনা।
৬. সংগঠনের প্রতি সদস্যদের আস্থাবান করার উপায়।
৭.সদস্যদের সক্রিয় করার উপায়।
৮. সংগঠনের দায়িতপূর্ন ব্যক্তিদের দায়িত্ব বা ভূমিকা।
৯. সঞ্চয় নিয়মিত করার উপায়।
উক্ত কর্মশালায় সভাপতি নির্বাচিত হয়ে সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আশারাফ আলী (সহকারী জেলা কমান্ডার নীলফামারী জেলা ইউনিট কমান্ড, নীলফামারী)।
কর্মশালা পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর গঙ্গাচড়া উপজেলা সমন্বয়কারী মোঃ শামছুদ্দিন (ভাই) এবং সহকারী হিসেবে ছিলেন ডিমলার বালাপাড়া ও খালিশা চাপানী ইউনিয়ন সমন্বয়কারী মোঃ অজিবর রহমান (লেবু)।
এছাড়াও উপস্থিত ছিলেন, উজ্জীবক ও স্বাচ্ছাব্রতী প্রশিক্ষক (ভলান্টিয়ার ট্রেইলার) VTR. মোঃ মহাব্বত হোসেন, নীলফামারী জেলা ইয়ুথ ইউনিটের জেলা সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান সরকার, বালাপাড়া ইয়ূথ ইউনিট এর ইয়ূথ লিডার সেলিম হোসেন সহ অনেকেই।