মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

ডিমলায় কৃষক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৩ বার পঠিত
ডিমলায় কৃষক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
নুরুজ্জামান সরকার,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে কর্মী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহরাব হোসেন।
২৫ সেপ্টেম্বর বিকালে ডালিয়া নতুন বাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খালিশা চাপানী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুজ্জামান সাজুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক কৃষিবীদ আজিজুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সরকার আব্দুর রাজ্জাক ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ডিমলা শাখা কৃষক লীগের আহবায়ক দরিজুল ইসলাম দুলাল, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আকুল চৌধুরী, ইউপি চেয়ারম্যান আতিউর রহমান সরকার, জেলা পরিষদ সদস্য সেলিম সরকার লেবু, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি তামজিদুর রহমান তামজিদ,  ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ।
সভায় বক্তাগন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিষ্ঠিত কৃষক লীগকে ত্বরান্বিত করার ব্যাপারে আমাদের আরোও সচেষ্ট থাকতে হবে। কৃষক লীগ ছাড়া আওয়ামী লীগ আশা করা যায়না। দেশ আজ যেভাবে কৃষি অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। ইউনিয়ন পর্যায়ে ভোটের ব্যাপারে  তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা যাকে দিবে আমরা তার হয়ে কাজ করব।
পরিশেষে সভাপতি তার সমাপনি বক্তব্যে ওয়ার্ড পর্যায়ে কৃষক লীগের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক পরিচয় করিয়ে দিয়ে সবার সুস্বাস্থ্যে কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..