রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পঠিত

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জের শাহবাগ এলাকায় বিজয় নার্সিং ইনস্টিটিউট গেট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন— বিজয় নার্সিং ইনস্টিটিউট স্টুডেন্ট শামীমা আকতার , রাহাত আলী ,আশিকুর রহমান ,ফয়সাল আলী সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

সে সময় উপস্থিত বক্তারা বলেন, এইচএসসি পাস করে ৩ বছর ধরে ডিপ্লোমা করি আমরা। এরপর আরও ৬ মাস ইন্টার্নি করার পরও আমাদের ডিগ্রির কোনো মূল্য থাকে না। কিন্তু আমরা সেই ইন্টার পাসই থেকে যাই। আমাদের সারাজীবনের পরিশ্রমই বৃথা হয়ে যায়। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও জানান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..