ডিজিটাল বাংলাদেশের কারনে করোনা কালিন সময়ে ও বাংলাদেশ থমকে দাঁড়ায়নি-পলক
শহিদুল ইসলাম সুইট (সিংড়া) প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশের উদ্দোক্তা জনাব সজিব ওয়াজেদ জয়। তিনি ২০১৬ সালে ই ফাইল সেবা চালু করেন। ১৬ মাসে ৪০ লক্ষ ফাইল তৈরি করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের কারনে করোনা কালিন সময়ে ও বাংলাদেশ থমকে দাঁড়ায়নি।
প্রতিমন্ত্রী আরো বলেন, শারিরিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করার দিকে তিনি গুরুত্ব আরোপ করেন। প্রতিবেশী ভারতে যে ভাবে মানুষ মারা গেছে, সে দিক বিবেচনায় আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। উপজেলা হাসপাতালে অক্সিজেন সরবরাহ করেছি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আজহায় ঈদের জামায়াত আদায়ের লক্ষে সিংড়া উপজেলা ও পৌর এলাকায় ২ লক্ষ মাস্ক বিতরন কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মতিনের পরিচলনায় স্বাগত বক্তব্য রাখেন, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুর রউফ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..