শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

ডালিয়া-জলঢাকা রোডে সুইচ গেইট নামক স্থানে ছিনতাই ও হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২১৭ বার পঠিত

 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
রবিবার (১৩- জুন) রাত ১০ ঘটিকায় ডালিয়া-জলঢাকা রোডের সুইচ গেইট নামক স্থানে মোঃ খাইরুল আলম এর তিন লক্ষ টাকা ছিনতাই করে নেয় দস্যুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ খাইরুল আলম ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের আব্দুল কাইয়্যুম এর ছেলে।
খায়রুল আলম বলেন, রবিবার রাতে জলঢাকা থেকে আনুমানিক ৮ঘটিকায় সময় তিন লক্ষ টাকা নিয়ে বাসা আসার পথে  এ ঘটনা ঘটে  ছিনতাইকারীদের  কাউকে চিনতে পারি নাই।আমাকে অজ্ঞান করে টাকা নিয়ে যায় ছিনতাই কারীরা।
ডিমলা থানার এসআই  রফিকুল ইসলাম জানিয়েছেন,
খায়রুল আলম কে রাত ১১ টা সময় অজ্ঞান অবস্থায় সুইচ গেইট এ খুজে পাই এবং  জলঢাকা  সরকারি মেডিকেল হাসপাতালে  ভর্তি করিয়েছি।
এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানিয়েছেন, আমাদের কাছে এসআই  রফিকুল ইসলাম ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেটিং জলঢাকা থানার অনর্গত।তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
অপর দিকে জলঢাকা থানার অফিসার ইনচার্জ বলেন যে আসলে সুইচ গেইট  ডিমলা থানার অধীনে আছে তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
উল্লেখ্য যে, প্রায় প্রতিনিয়ত এই সুইচ গেইট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী,খুন, চুরি, ছিনতাই ডাকাতি রাজাহানি কিংবা শেষ রাতে ট্রাক আটকিয়ে ডাকাতি চলছে এক্ষেত্রে প্রশাসন নিরব। এক্ষেত্রে প্রশাসন কে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখার জন্য জোর দাবি জানিয়েছেন পথচারীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..