শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

ডায়রিয়া আক্রান্ত রোগীদের খোঁজখবর নিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১ বার পঠিত

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে হঠাৎ দেখা দেওয়া ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত তিন শতাধিক রোগীর খোঁজখবর নিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় নেতা সাইদুর রহমান বাচ্চু।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিনি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

রোগীদের দ্রুত সুস্থতার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান তিনি। এ সময় তিনি আশ্বাস দিয়ে বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জানান, জেলা বিএনপির নেতা হিসেবে সাইদুর রহমান বাচ্চু সবসময় মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। রাজপথে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি তিনি অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কখনো কার্পণ্য করেন না। তার সহজ-সরল জীবনধারা, নেতৃত্বগুণ এবং কর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা তাকে জেলার রাজনৈতিক অঙ্গনে একটি ভরসার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকেও ডায়রিয়া আক্রান্তদের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান বাচ্চু।

এসময় জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে রোগীদের পাশে দাঁড়ান। তাদের উপস্থিতিতে হাসপাতালের পরিবেশে স্বস্তি ফিরে আসে এবং রোগীদের স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..