ঠাকুর গাঁ দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষন আসামী গ্রেফতার।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
ঠাকুরগাঁও সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাব্বী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অভিযুক্ত রাব্বী ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিবিষ্ণুপুর গ্রামের সলেমান আলীর ছেলে।
রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান, বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৪টার ওই ছাত্রীকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শুক্রবার বিকালে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
তিনি আরও জানান। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।