ঠাকুরগাঁও সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে যৌথ সভা
জসীমউদ্দীন ইতি প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলাকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুঁইয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় বক্তারা বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ঘর গুলোতে উচ্চমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ৩য় ও ৪র্থ পর্যায়ে গৃহপ্রদান প্রকল্প শেষে ২য় পর্যায়ে যদি গৃহহীন ব্যক্তি ঘর না পেয়ে থাকে সকলের সহযোগিতায় তাদেরকে খুঁজে বের করে গৃহপ্রদান করা হবে।
এদিকে অন্যান্য বক্তারা আশ্রয় প্রকল্পের ঘর তৈরিতে যাবতীয় নির্মাণ সামগ্রীর মানোন্নয়নসহ সঠিকভাবে ঘরগুলো নির্মাণ করার দাবি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..