ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
জসীম উদ্দিন ইতি (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতাল ও থানা গেটের সামনে সোমবার (১৩সেপ্টেম্বর) দুপুরবেলা ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধা মাতা সুন্দরী বেগমের মৃত হয়।
নিহত সুন্দরী বেগম (৬২) উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী গ্রামের আমীর হোসেনের স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত সুন্দরী বেগম রাণীশংকৈল স্বাস্থ্য কম্পলেক্সে কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য আসছিলেন। হাসপাতাল গেটের সামনে এসে রাস্তা পার হতে গেলে একটি ট্রাক্টর এসে ধাক্কা দেয়। তখনি রাস্তায় ছিটকে পড়ে যান। গুরুত্বর আহত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
অবশেষ আর কোভিট-১৯ ভ্যাকসিন দেওয়া হলোনা বৃদ্ধা মাতা সুন্দরী বেগমের।
থানা পরিদর্শক (ওসি)এসএম জাহিদ ইকবাল বলেন, হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বাসায় নিয়ে যান।
জসীম উদ্দিন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি