ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলা, গাড়ি ভাঙচুর
জসিম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ
উঠেছে এক প্রভাবশালী চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। সোমবার রাতে পীরগঞ্জ
উপজেলার ভাকুড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিক ফাইদুল ইসলাম জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের
সহ-সম্পাদক।
সাংবাদিক ফাইদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতা ও সংবাদ প্রকাশের জের ধরে
৬-নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবের ছেলে রিয়ানের নেতৃত্বে
মেহেদী হাসান মুন্না, বুলবুল, মেহেদীসহ আরো ১০ হতে ১৫ জন একজোট হয়ে আমার
উপর অতর্কিত হামলা চালান।
বর্তমানে ফাইদুল ইসলাম গুরুতর আহত হয়ে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ফাইদুল ইসলাম আরো জানান, আমাকে মারধরের সময় প্রেস ক্লাব পীরগঞ্জের সাধারণ
সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক জাকির হোসেন ও দৈনিক
সকালের সময় পত্রিকার সাংবাদিক মাহাবুবুর রহমান বুলু এগিয়ে এলে তাদের
মোটরসাইকেলও ভাঙচুর করেন সন্ত্রাসীরা।
সাংবাদিক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের
মানুষ সেই সাথে ফুঁসে উঠেছে পীরগঞ্জ উপজেলার সকল সাংবাদিকরা।
এ বিষয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বলেন,
সাংবাদিকের উপর নির্যাতন সহ্য করা হবে না। আমরা প্রশাসনের কাছে বিচার
দাবি করছি। সেই সাথে দোষীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও
যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এজাহার দিলে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে।
জসিম উদ্দিন ইতি ঠাকুরগাঁও