ঠাকুরগাঁওয়ে যুবককে লাশ উদ্ধার
জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল পাচঁপীর সংগ্লন্ন এক ধান ক্ষেত থেকে আলিফ(১৯)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ৯ ই অক্টোবর শনিবার সকাল ১১ টার সময় পৌরসভার ৭নং ওর্য়াডের অধিবাসী আজিজুলের পুত্র আলিফ(১৯)নামে এক যুবক নিখোঁজের তিনদিন পর পাচপীর গোরস্হানের সন্নিকটে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
অভিভাবক ও স্হানীয় সুত্রে জানা যায়,এই আলিফ দীর্ঘদিন যাবৎ নেশায় আসক্ত ছিল।
নিহতের পিতা আজিজুল ইসলাম জানায়,আমার ছেলে পাশ্ববর্তী সিরাজুল মেম্বারের সো রুমে থাকতো এবং সে গত তিনদিন আগে থেকে নিখোঁজ হয় ও বাসায়ও যায়নি তবে নেশা করতো ঠিক আছে কিন্তু তার ছেলের মৃত্যুটির বিষয়ে সন্দেহাতীত মত পোষন করেন।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন,থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল,ওসি তদন্ত সেখ আব্দুল লতিফ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে থানা অফিসার্স ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল মৃত্যুর ঘটনাটি নিশ্চত করেন।এবং তিনি বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানোর ব্যবস্হা করা হচ্ছে ও ময়না তদন্ত রির্পোট আসলে মৃত্যুর আসল রহস্য উন্মোচন হবে।
জসীম উদ্দিন ইতি
ঠাকুরগাঁও