ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল আরোহীর সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
জসীম উদ্দিন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজার নামক স্থানে (৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার) দুপুরে সায়েদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা একজন মোটরসাইকেল আরোহীর সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে ঘটনার দিন সায়েদা মীরডাঙ্গী বাজার মহা সড়ক সংলগ্ন নিজ বাড়ি থেকে বাড়ির ময়লা ফেলার জন্য পাকা সড়ক অতিক্রম করছিল। ঠিক সেই মুহূর্তে রাণীশংকৈল থেকে নেকমদর গামী একটি মটর সাইকেলের সাথে সংঘর্ষ লেগে বৃদ্ধা ঘটনাস্থলেই পড়ে যায়। সাথে সাথে গুরুতর অবস্থায় বৃদ্ধাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়, রোগীর অবস্থার অবনতি দেখে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়।
দিনাজপুর যাওয়ার পথিমধ্যে বৃদ্ধার মৃত্যু হয়।দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ দায়ে করা হয়নি।
জসীম উদ্দিন ইতি
ঠাকুরগাঁও