জসিম উদ্দীন ইতি ( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৫ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার সন্ধ্যারই গ্ৰামের সুমন আলীর দুই বছরের ছেলে সাব্বীর হোসেন বাড়ীর পাশে ডোবার পানিতে ডুবে গেলে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। সেসময় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ সময় উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফিরোজ আলম শিশুটির মৃত্যু নিশ্চিত করে তিনি পথিমধ্যে শিশুটি মারা গেছে।
এবিষয়ে জানতে থানা পরিদর্শক (ওসি)এস এম জাহিদ ইকবালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। কেউ এ বিষয়ে কোন অভিযোগও করনেনি। তবে বিষয়টি দুঃখজনক।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..