ঠাকুরগাঁওয়ে ধানক্ষেতে সেলফি ব্রিজ
জসিম উদ্দিন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ধানক্ষেতের মাঝেই নির্মাণ করা হয়েছে একটি পাকা সেতু। এটির সঙ্গে সংযুক্ত
কোনো রাস্তা নেই। তাই নির্মাণের পর থেকেই সেতুটি কোনো কাজে আসছে না।
তবে সবুজের মাঝে গড়ে ওঠা সেতুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই এখানে আসছেন।
চারদিকে সবুজ ধানক্ষেত বেষ্টিত সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলছেন। এতে করে
অনেকের কাছেই এখন এটি সেলফি ব্রিজ নামে পরিচিত।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি গড়িয়ালি গ্রামের এই
সেতুটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ
প্রকল্পের আওতায় ২০১৬-১৭ সালে নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণে প্রায়
৪০ লাখ টাকা ব্যয় হয়েছে।
সরেজমিনে গড়িয়ালি গ্রামের ওই সেতু এলাকায় গিয়ে দেখা যায়, ওই গ্রামের
হিন্দুপাড়া সংলগ্ন খালের ওপর সেতুটি দৃশ্যমান থাকলেও দুই পাশে নেই কোনা
সংযোগ সড়ক। সেতুর ওপর দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেও যাতায়াত
করা যাচ্ছে না। ফলে সেতুটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের।
হিন্দুপাড়া এলাকার সিরাজুল মিয়া বলেন, এই ব্রিজটি অপরিকল্পিতভাবে নির্মাণ
করা হয়েছে। এখানে এই ব্রিজটির কোন দরকারই ছিল না। ব্রিজ হলেও রাস্তা না
হওয়ায় এটা আমাদের কোনা কাজে আসছে না।
বড় পলাশবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ২০১৬-১৭ সালে দুর্যোগ
ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় ব্রিজ নির্মাণ হয়। কিন্তু কোন
যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে না।
এ ব্যাপারে বালিয়াডাংগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর
রহমান বলেন, ব্রিজটির সঙ্গে সংযাগ রাস্তা করার প্রয়োজনীয় সব ব্যবস্থা
নেওয়া হচ্ছে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, আমার
যোগদানের আগেই ব্রিজটি নির্মাণ হয়েছে। ব্রিজ নির্মাণের পর মানুষ চলাচল
করে না সেই বিষয়টি আমার জানা নেই। তবে ব্রিজটি পরির্দশন করে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে।
জসীম উদ্দিন ইতি
ঠাকুরগাঁও