সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ১৪টি নৌকা ৪টি সতন্ত্র প্রার্থীর জয়লাভ 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১৩৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ১৪টি নৌকা ৪টি সতন্ত্র প্রার্থীর জয়লাভ

জসিম উদ্দিন ইতি
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার ২ টি উপজেলার ১৮ ইউনিয়নে সংঘর্ষ-ভাঙচুর আর ভোট বর্জনের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন। ৫ নং– দুওসুও ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
২৮ নভেম্বর (রবিরার) সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহন চলে বিকেল ৪ টা পযর্ন্ত ২টি  উপজেলার ১৬২ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হলে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নে ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ নং– দুওসুও ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানা অভিযোগ করে বলেন, ‘আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোর করে কেন্দ্র দখল করেছেন । তারা ব্যালট পেপার ছিঁড়ে সিল মেরে বাক্সে ঢুকিয়েছেন । পুলিশ প্রশাসন ও বালিয়াডাঙ্গী  উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন । এ ইউনিয়নে ভোট সুষ্ঠু হয়নি । তাই আমি এই ভোট বর্জন করলাম।’ জানা যায়, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২ টি উপজেলায় ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮১জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯১জন, ও সাধারণ সদস্য পদে ৫৯৯জন প্রতিদ্বন্দ্বীতা করে যার মোট ভোটার ছিল ৩ লাখ ২০ হাজার ১৩ জন। এদিকে কোন বিশৃঙ্খলা ও আপত্তিকর ঘটনা ছাড়াই সাছন্দে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ টি ইউনিয়নে মধ্যে ৭ টিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ১ টিতে সতন্ত্র প্রার্থীর বিজয় তারা হলেন—১ নং— পাড়িয়া ইউনিয়নে  মোঃ ফজলে রাব্বী রুবেল (নৌকা), ২ নং —চাড়োল ইউনিয়নে দিলীপ কুমার চ্যাটারর্জী  বাবু (নৌকা), ৩ নং —ধনতলা ইউনিয়নে সমর কুমার চ্যাটারর্জী নুপুর (নৌকা), ৪ নং —বড় পলাশবাড়ী ইউনিয়নে শাহাবুদ্দীন মিয়া (নৌকা), ৫ নং– দুওসুও ইউনিয়নে প্রভাষক সোহেল রানা (নৌকা) ৬ নং– ভানোর ইউনিয়নে রফিকুল ইসলাম (সতন্ত্র মোটরসাইকেল), ৭ নং– আমজানখোর ইউনিয়নে আকালু ডংগা (নৌকা) ও ৮ নং —বড়বাড়ী ইউনিয়নে আলহাজ্ব আকরাম আলী নৌকা নিয়ে বিজয়ী।    অপরদিকে পীরগঞ্জ উপজেলায় ১০ টি ইউনিয়নের মধ্যে ৭ টিতে নৌকা প্রতীক ও ৩ টিতে সতন্ত্র প্রার্থীরা বিজয়ী তারা হলেন—– ১ নং— ভোমরাদহ ইউনিয়নে হিটলার হক (নৌকা), ২ নং— কোষরাণীগঞ্জ ইউনিয়নে মোস্তফা কামাল (সতন্ত্র আনারস), ৩ নং— খনগাঁও ইউনিয়নে শহিদ হোসেন (নৌকা) ৫ নং –সৈয়দপুর ইউনিয়নে বিবেকানন্দ নিমাই (নৌকা), ৬ নং— পীরগঞ্জ ইউনিয়নে মোগলেসুর রহমান (সতন্ত্র ঘোড়া) ৭ নং —-হাজীপুর ইউনিয়নে জয়নাল আবেদীন (নৌকা) ৮  নং —দৌলতপুর ইউনিয়নে সনাতন চন্দ্র রায় (নৌকা) ৯ নং —সেনগাঁও ইউনিয়নে সাইদুর রহমান (সতন্ত্র মোটরসাইকেল), ১০ নং —জাবরহাট ইউনিয়নে জিয়াউর রহমান জিয়া (নৌকা) ও ১১ নং— বৈরচুনা ইউনিয়নে টেলিনা সরকার হিমু (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ১৮ টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসা করার মতো।
জসিম উদ্দিন ইতি
০১৭৫১০৭৯৮২৩
ঠাকুরগাঁও

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..