ঠাকুরগাঁওয়ে এক ঝুলন্ত লাশ উদ্ধার
জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আবু বক্কর সিদ্দিক (৬৭) নামে এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সদর উপজেলার সালন্দর শাহপাড়া গ্রামের এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বৈঠক ছিল। বৈঠকে তিনি সন্তানদের কাছে লাঞ্ছিত হন। তা সহ্য করতে না পেরে ভোরবেলা বাড়ির অদূরে গাছে সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে সদর থানার এসআই আশরাফ আলী জানান, পরিবারের কেউ অভিযোগ না করায়। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জসীম উদ্দিন ইতি
০১৭৫১০৭৯৮২৩
ঠাকুরগাঁও