ঠাকুরগাঁওয়েদুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা!
জসিম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
দুই শিশুসন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন
লিজা আক্তার (৩২) নামে এক নারী। তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর
হাসপাতাল নেওয়া হলে অবস্থার অবনতি দেখে পরে অসুস্থ শিশুসন্তানসহ মাকে ওই
দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোমবার (২৭ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর
গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশু দুটির নাম আজান (৫) ও শাফা (২)।
দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের
চিকিৎসক সাজ্জাদ হায়দার শাহিন। তিনি জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই
শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে।
লিজা আক্তারের বাবা লিয়াকত বলেন, তিনি বিকালে মোবাইল ফোনে জানতে পারেন
তার মেয়ে বিষপান করে নিজের সন্তানদেরও বিষ খাইয়েছেন। তাঁর মেয়ে লিজা
মানসিক রোগী। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে পঞ্চগড় জেলার আটোয়ারী
উপজেলার আলোখোয়া গ্রামের সফিকুল ইসলামের সঙ্গে বিয়ে দেন তাঁর মেয়ের।
বিয়ের পর স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন তাঁর মেয়ে। ভোট দেওয়ার জন্য
বাড়িতে এসেছেন সবাই। লিজার স্বামী ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের একজন
কর্মী। গত রোববার সন্ধ্যায় লিজা ও তাঁর সন্তানদের ঠাকুরগাঁও সদর উপজেলার
রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে তাঁদের রেখে ঢাকায় চলে যান সফিকুল।
লিজার মামাতো ভাই রাজু বলেন, শীতের পিঠা খেতে কিছুদিনের জন্য লিজাকে রেখে
গেছেন দুলাভাই। আবার সময় হলে নিয়ে যাবেন। এর মধ্যে কী থেকে কী হয়ে গেল!
সফিকুলের বোন রুমি আক্তার বলেন, তার ভাবি বিয়ের আগেও একবার বিষ পান
করেছিলেন। তবে সেই যাত্রায় বেঁচে গেছেন।
রুহিয়া থানা পরিদর্শক (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাটি পুলিশ খতিয়ে
দেখছে। তবে কেন এ রকম একটি ঘটনা ঘটল, তা তদন্তসাপেক্ষে বলা যাবে।
জসিম উদ্দিন ইতি
ঠাকুরগাঁও