ঠাকুরগাঁওয়ে জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ‘সন্ত্রাসবাদকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অবরুদ্ধকরণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা প্রদানের লক্ষ্যে একটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও পুলিশ সুপার উভয়ের আয়োজনে পুলিশ লাইন স্কুলে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
কর্মশালায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে সমাজে জঙ্গিবাদ ও উগ্রবাদী হওয়ার কারণ এবং এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করেন ডিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) আহমেদুল ইসলাম। দেশকে জঙ্গিবাদী সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন করেন তিনি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..