মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে কাজে আসছে না সরকারের যাত্রী ছাউনিগুলি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে কাজে আসছে না সরকারের যাত্রী ছাউনিগুলি
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
নিরাপত্তা ও যাত্রীদের সুবিধার্থে ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক সড়কগুলোর পাশে নির্মিত যাত্রী ছাউনি গুলি এখন কোন কাজেই আসছে না।
প্রকল্পের মাধ্যমে সরকারের লাখ লাখ টাকা ব্যয় করা হলেও মুখ থুবরে পরে আছে নির্মিত এসব যাত্রী ছাউনি। তবে মাদকসেবীদের আড্ডা ছাড়া কোন কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সরকার ও জেলা পরিষদ সুত্রমতে আন্তঃ জেলায় প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকারের আওতায় ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত ৪৮ লাখ ৬৪ হাজার টাকায় ২৯টি ও জেলা পরিষদের আওতায় ২০০০ থেকে ২০১৩ পর্যন্ত সাড়ে চৌদ্দ লাখ টাকায় ১৮টি সর্বমোট ৪৭টি যাত্রী ছাউনির কাজ বাস্তবাযন করা হয়েছে।
জানা যায়, সাধারণ মানুষের সুবিধার্থে ঠাকুরগাঁও জেলার অভ্যন্তরীন প্রতিটি সড়কের পাশে প্রকল্পের মাধ্যমে জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ যাত্রী ছাউনি নির্মাণকাজ বাস্তবায়ন করেন।
কিন্তু কয়েক বছর ধরে তিন চাকার যানবাহনের দাপটে গড়েয়া, রুহিয়া, লাহিড়ী, ভাউলারহাট, বালিয়াডাঙ্গীসহ বেশকিছু আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এরপরেও এসব সড়কের পাশে প্রতিবছর গড়ে তোলা হচ্ছে যাত্রী ছাউনি। যা এখন আর কোন কাজেই আসছে না। সুবিধামত স্থান থেকেই তিন চাকার যানবাহন ইজিবাইক, পাগলু, অটোরিক্সা যোগে গন্তব্যে পৌছাতে পারছেন সাধারণ যাত্রীরা।
ফলে রোদ, বৃস্টি এবং মুখ থুবরে পরে আছে নির্মিত এসব যাত্রী ছাউনি । সরকারের এসব স্থাপনা দেখভালের অভাবে নষ্টও হচ্ছে। পরিনত হয়েছে মাদকসেবীদের আড্ডা খানায়।
সরেজমিনে দেখা যায়, অযত্ন-অবহেলায় পড়ে আছে জেলার বেশির ভাগ যাত্রী ছাউনি। ঠাকুরগাঁওয়ে ৪৭টি যাত্রী ছাউনি থাকলেও ব্যবহার করার পর্যায়ে নেই বেশির ভাগই ।
মাদকসেবী, ভিক্ষুক ও ভবঘুরেদের দখলে রয়েছে অনেক যাত্রী ছাউনি। অন্যগুলোর মেঝেও ভাঙা। কোনোটির বসার জায়গা ধুলাবালিতে একাকার হয়ে আছে।
কিছু যাত্রী ছাউনি দেখে বোঝার উপায় নেই যে সেখানে কখনো বসার জন্য ব্যবস্থা ছিল। যাত্রীদের জন্য বর্ষায় বৃষ্টি আর রোদ থেকে রক্ষা পেতে স্থানীয় সরকার ও জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা যাত্রী ছাউনিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগেই।
স্থানীয়দের অভিযোগ আন্তঃ জেলার মধ্যে সবচেয়ে বেশি যাত্রী ছাউনি সদরের আকচা ইউনিয়নে যা কোন কাজে আসছে না প্রকল্প বাস্তবায়ন করে বেশকিছু অর্থ হাতিয়ে নিয়েছে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ঠিকাদার । সরকারের লাখ লাখ টাকায় নির্মিত যাত্রী ছাউনিগুলো ব্যবহার হচ্ছে না।
এছাড়াও অন্যান্য আন্তঃ সড়কেও নির্মিত ছাউনিগুলো অবস্থা একই। অপরিকল্পিতভাবে যাত্রী ছাউনি গড়ে তোলার কারনে সরকারের অর্থ অপচয় হচ্ছে বলে জানান তারা।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়, স্থানীয় সরকারের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর শফিকুল আলম জানান, সাধারণ যাত্রীদের সুবিধার্থে সংশ্লিস্ট জনপ্রতিনিধিদের চাহিদার কারনেই এসব যাত্রী ছাউনি বাস্তবায়ন করা হয়েছে। এখানে কাজ যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সেই বিষয়ে তদারকি করার দাযিত্ব আমাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..