ট্রেনে ফেলে আসা যাত্রীর ব্যাগ ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের চালক দুলাল
রাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুইজন যাত্রীর ট্রেনে ফেলে যাওয়া ব্যাগটি ফিরিয়ে দিয়ে সততার আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পরিচালক সাদিকুল মুরসালিন দুলাল।
কে বলেছে আমাদের সততা, নৈতিকতার অপমৃত্যু ঘটেছে, সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে বলে আমরা টিকে আছি। এসব মানুষের জন্য আমাদের গর্ব হয়, এবং আমাদের গর্ব করা উচিত। তেমনি এক অনন্য নজির সৃষ্টি করলেন নীলসাগর ট্রেনের পরিচালক এবং ” আমাদের চিলাহাটি”র গ্রুপের সন্মানিত সভাপতি সাদিকুল মুরসালিন দুলাল। চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির দুজন যাত্রী বিমানবন্দর স্টেশনে নেমে যাওয়ার সময় তাদের মূল্যবান ব্যাগটি ট্রেনের সিটে ফেলে রেখে নেমে যাওয়ার পর ট্রেনটি কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এমতাবস্তায় যাত্রীদ্বয় বুঝতে পারে তাদের মূল্যবান ব্যাগটি তারা ট্রেনে ফেলে এসেছে। সঙ্গে সঙ্গে তারা তাদের এক নিকট আত্মীয়ের মাধ্যমে রেলওয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করলে তারা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পরিচালককে ফোন দেন এবং ট্রেনের সিটে ফেলে আসা ব্যাগটির ঘটনাটি খুলে বলেন।
ট্রেনটি কমলাপুরে ঢোকার সঙ্গে সঙ্গে ট্রেনের পরিচালক সাদিকুল মুরসালিন দুলাল নিজ দায়িত্বে ব্যাগটি উদ্ধার করেন। এবং ব্যাগ খুলে তিনি দেখতে পান তাদের ব্যাগে নগদ একলক্ষ পঞ্চাশ হাজার টাকা, চার ভরী সোনা, দুইটি আই ফোন ছিল। যাত্রীগন অধীর আগ্রহে বিমান বন্দর স্টেশনে তাদের মূল্যবান ব্যাগটি ফিরে পাওয়ায় আশায় অপেক্ষা করে। ট্রেনটি ফিরতি পথে বিমানবন্দর স্টেশনে পৌছালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পরিচালক সাদিকুল মুরসালিন দুলাল সম্মানিত যাত্রীদ্বয়ের নিকট তাদের মূল্যবান ব্যাগটি হস্তান্তর করেন। যাত্রীদ্বয় তাদের মালামাল বুঝে পায় এবং নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সম্মানিত পরিচালক সাদিকুল মুরসালিন দুলালকে আন্তরিক ধন্যবাদ জানায় ।