শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পঠিত

“ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে “ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ-২০২৫” এর বাছাই প্রক্রিয়া (শারীরিক মাপ ও Physical Endurance Test) শুরু হয়েছে। অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নেতৃত্বে আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. (বুধবার) সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়। পুলিশ সুপার (অপারেশনস্) অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা জনাব মোঃ হাতেম আলী পিপিএম মহোদয় বাছাই পরীক্ষা সরেজমিন পর্যবেক্ষণ করেন। তিনদিন ব্যাপী বাছাই কার্যক্রমের আজ প্রথম দিন। আজকে প্রার্থীদের উচ্চতা, ওজন এবং বুকের মাপ যাচাই করা হয়। পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় আজকের দিনের প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করেন । তিনি আরোও বলেন, শতভাগ স্বচ্ছতার সাথে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করা হবে এবং চূড়ান্তভাবে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে অঙ্গীকারবদ্ধ বলে জানান পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয় ।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যগণ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..