বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসাদ আলম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩ বার পঠিত

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসাদ আলম

বিশেষ প্রতিনিধি :এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসাদ আলম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশি মিশনের আসাদ আলম সিয়াম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসাদ আলম সিয়াম একজন বাংলাদেশি কূটনীতিক। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত হিসেব কর্মরত রয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের শপথে ভারতের পক্ষে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (১২ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এনডিটিভির।

তবে এ শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি এমন অনেক বিশ্ব নেতা বা প্রভাবশালী ব্যক্তিত্বও রয়েছেন। আমন্ত্রণ পাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন। এ ছাড়া ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনও ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও আমন্ত্রণ পাননি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে, যদিও জেলেনস্কি বলেছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানালে তিনি উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..