শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

টেকনিকাল মোড়ে BUHS শিক্ষার্থীদের বিক্ষোভ, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পঠিত

ঝিনুক মিরপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (BUHS) এর শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ও চলমান অচলাবস্থা নিরসনের জন্য আজ (২৬ আগস্ট) ঢাকার টেকনিকাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এতে শত শত শিক্ষার্থী অংশ নেন এবং তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের স্থায়ী ঠিকানা নির্ধারণ না হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিনই অনিরাপদ পরিস্থিতিতে তাদের আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে।

তাদের মূল দাবিগুলো হলো:
১. সরকার থেকে লীজপ্রাপ্ত ৫.৫৭ একর জমি শর্তমোতাবেক ২৪ ঘণ্টার মধ্যে BUHS-এর নামে বুঝিয়ে দিতে হবে।
২. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) লাল তালিকা থেকে BUHS-কে অবিলম্বে মুক্ত করতে হবে।
৩. ৫.৫৭ একর জমি সম্পূর্ণ দায়মুক্ত করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (BADAS) কে BUHS-এর কাছে বুঝিয়ে দিতে হবে।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়িত না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..