টুঙ্গি থেকে চুরি যাওয়া চোরাই এস,এস স্টিল ওটি
বক্স পাইপ গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গাজীপুর জেলার টুঙ্গি থানা এলাকা থেকে চুরি যাওয়া হাতিল এস,এস,স্টিল ওটি বক্স পাইপ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে টুঙ্গির ও চুরির ঘটনার মামলার সুত্রধরে গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গি থানার উপ-পুলিশ পরিদর্শক ইয়াসিন আরাফাত ও সঙ্গীয় এ,এস,আই নাজমুল ইসলাম অভিযান পরিচালনা করে
পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকার সানিয়া স্টিল ফার্নিচার ওয়ার্কশপ থেকে প্রায় আড়াই লাখ টাকার মূল্যের বিপুল পরিমান চোরাই এস,এস স্টিল ওটি বক্স উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ফার্নিচার মালিক রেফাজ উদ্দিনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। রেফাজ উদ্দিন গোবিন্দগঞ্জ পৌর শহরের সাহাপাড়া খলসী গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, গাজীপুর জেলার টুঙ্গি পূর্বথানা এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের এসএস ওটি বক্স পাইপ লোড করে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকার জিরাই গ্রামের ট্রাক চালক ও ট্রাক মালিক মোত্তালেব চালানমূলে লোড করে। পরে নির্দিষ্ট স্থানে মালামাল ডেলিভারি না করে সে সম্পূর্ণ মালামাল আত্মসাৎ করে।
এ ঘটনায় মালামালের মালিক খোরশেদ আলম বাদী হয়ে গত ২৮ অক্টোবর ২০২২ তারিখে টুঙ্গি পূর্ব থানায় ৩৭৯ ধারায় মামলা নং-৬৬ দায়ের করে। থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক চালক মহিমাগঞ্জের জিরাই গ্রামের ছকিম উদ্দিনের ছেলে মোত্তালেবকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে।পরে তার দেওয়া তথ্যমতে আজ রবিবার দুপুরে গোবিন্দগঞ্জের সানিয়া স্টিল ফার্নিচার থেকে প্রায় আড়াই লাখ টাকার মালামাল সহ দোকান মালিক রেফাজ উদ্দিনকে গ্রেফতার করে।
এবিষয়ে টুঙ্গি থানার দায়িত্বরত মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইয়াসিন আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে মালামাল উদ্ধারের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।