টুঙ্গিপাড়ার আরমান হত্যার মামলার সাত মাস অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি মূলহোতা এলাকাবাসী আতঙ্কে।
মোঃ তপু শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৮ ই মে উপজেলা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সাংবাদিক তপু শেখকে হুমকি প্রদান করে কতিপয় সন্ত্রাসীগন । নির্বাচনের ৩ দিন পর খুন হয় সাংবাদিক তপু শেখের ছেলে আরমান শেখ। এই ঘটনায় টুঙ্গিপাড়া থানায় অজ্ঞত নামা মামলা করেন সাংবাদিক তপু শেখ।
পুলিশ তদন্ত শুরু করেন একপর্যায়ে সাইফুল শেখ ও মিঠুন শেখ কে গ্রেফতার করেন পুলিশ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মুন্সীরচর এলাকার সাংবাদিক তপু শেখের একমাত্র ছেলে আরমান শেখ গত ১১ই মে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসে ১২ই মে। গ্রেফতারকৃত আসামিরা ওয়ান সিক্সটি ফোর এ হত্যাকাণ্ডে জড়িত পাঁচ জনের নাম স্বীকার করলেও পুলিশের অবহেলায় এখনো গ্রেপ্তার হয়নি অন্যা আসামীরা।
গ্রেফতারকৃত আসামির আত্মীয়-স্বজন বিভিন্ন সময় বিভিন্নভাবে বাদী কে মামলা তুলে নেয়ার জন্য প্রাণ নাসের হুমকি দিচ্ছে।
ভিকটিম একজন গাড়িচালক উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উক্ত আসামিগণ আরমানকে হত্যা করেন।