টুঙ্গিপাড়ায় পুলিশ ও -গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৮, পুলিশের গাড়ি ভাঙচুর।
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন,।সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচী চলাকালে সাফায়েত নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। সাফায়েতকে ছাড়িয়ে নিতে তাকে ঘিরে ধরে এলাকাবাসী । এর পর পরই পুলিশের সঙ্গে এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, বিক্ষিপ্ত এলাকাবাসী লাঠি ও ইট-পাটকেল ব্যবহার করে। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে ওসি খোরশেদ আলম ওসি অপারেশন আওরঙ্গজেব, এএসআই আলাউদ্দিন এএসআই হাফিজ এএসআই খালেক পুলিশ সদস্য আমিনুল পুলিশ সদস্য মাসুদ পুলিশ সদস্য শাহীন।এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম জানান, “আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে। এরপর তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে সেনাবাহিনীর সাজুয়া যান দিয়ে সারা রাত্র টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছিল এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। টুংগীপাড়া এলাকার পরিবেশ থমথমে অবস্থা বিরাজ করছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে এক পুলিশ সদস্যকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। সূত্রে জানা যায় এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। যার আসামী ১৭১ জন এবং অজ্ঞতা নামা আছে আরো ৩৫০ জন।