রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

টিকার অভাবে রাজশাহী শহরে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা প্রয়োগ বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৮১ বার পঠিত

 

টিকার অভাবে রাজশাহী শহরে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা প্রয়োগ বন্ধ

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

টিকার অভাবে রাজশাহী শহরে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা প্রয়োগ বন্ধ হয়ে গেছে। নতুন করে টিকা না এলে আর প্রথম ডোজ দেওয়া হবে না। তবে দ্বিতীয় ডোজ টিকা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

তারা বলছেন, মঙ্গলবার সকালে একটি কেন্দ্রে প্রায় দুই হাজার টিকা প্রয়োগ করার পর টিকা শেষ হয়ে যায়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ টিকা না পেয়ে ফিরে যান। এ কারণে প্রথম ডোজ টিকা প্রয়োগ স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, ৭ থেকে ১২ আগস্টের গণটিকা কার্যক্রমও টিকার অভাবে বন্ধ হয়ে গেছে। গ্রামে ৭৩টি এবং শহরে ৮৪ কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়েছিল। গ্রামে একদিন দেয়া হলেও শহরে গণটিকা দেয়া হয় দুইদিন। এর পর তা বন্ধ করে দেয়া হয়।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ, সিএমএইচ, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা কার্যক্রম চলছিল। এসব কেন্দ্রের টিকাও ফুরিয়ে আসছে। সকাল সাড়ে ৯টায় রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে প্রথম ডোজ টিকা প্রয়োগ শুরু হয়েছিল। বেলা ১১টার দিকেই টিকা ফুরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। তখন পুলিশ পরিস্থিতি মোকাবিলা করে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, রাজশাহীর ৯ উপজেলায় কিছু সিনোফার্মের টিকা আছে। সেখানে প্রথম ডোজ টিকা প্রয়োগ চলছে। দ্রুতই এই টিকা শেষ হয়ে যাবে।

আর রাজশাহী শহরে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। কিন্তু মডার্নার প্রথম ডোজ দেওয়ার মতো টিকা নেই। মঙ্গলবারই সব টিকা শেষ হয়ে গেছে। তাই প্রথম ডোজ টিকা প্রয়োগ বন্ধ রয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে আবার প্রথম ডোজ টিকা প্রয়োগ শুরু হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএমএ আঞ্জুমান আরা বেগম জানান, বুধবার থেকে শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে সিনোফার্ম ও কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। শুধুমাত্র এসএমএস প্রাপ্তরা দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..