টাঙ্গাইলের মির্জাপুরে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন।
মো: মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার।
২ অক্টোবর ২০২৩ রোজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ
খান আহমেদ শুভ,
টাঙ্গাইল -৭ মির্জাপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, মনির-সহ-সভাপতি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ। সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ
আমিনুর রহমান আকন্দ সাংগঠনিক সম্পাদক মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ। মাসুদ রানা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ। শহীদুর রহমান লাবু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
ও সিরাজ মল্লিক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন হাজী মাসুদুর রহমান চেয়ারম্যান ভাওড়া ইউনিয়ন পরিষদ।
আমজাদ হোসেন সাবেক চেয়ারম্যান ভাওড়া ইউনিয়ন পরিষদ। হাড়িয়া গ্রামের কৃতি সন্তান সাংবাদিক আনোয়ার হোসেন। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক -অভিভাবক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র-ছাত্রীবৃন্দ সহ এলাকার বিভিন্ন বয়সের লোকজন উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলেন।
প্রধান অতিথির আগমন উপলক্ষে উৎসুক জনতার ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। যথাসময়ে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ছাত্র-ছাত্রীদের স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। প্রধান অতিথিকে কাছে পেয়ে উপস্থিত সকলে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন।
প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে দেশবাসী সহ উপস্থিত সকলের কল্যাণে বিশেষভাবে দোয়া করা হয়।
প্রধান অতিথি বলেন, আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত, বিশেষ করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আমি বরাবরই গর্ববোধ করি।কেননা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তিনি পদ্মা সেতু,রাস্তাঘাট, স্কুল কলেজ,হাসপাতাল সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজের একটি সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আপনারা তার জলজ্যান্ত প্রমান।আমি আশা করি ভবিষ্যতে আরো ব্যাপক উন্নয়ন হবে।আমি সারা জীবন সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। এক পর্যায়ে তিনি এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করাতে প্রধান শিক্ষক আব্দুল আলিমকে ধন্যবাদ জানান।
উপস্থিত অভিভাবকদের মাঝে কৃষি বীজ বিতরণ করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী লোকমান হোসেন এবং দীপা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এমারত হোসেন ও সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়।
পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।